মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৯ আসামির মধ্যে চারজনকে চার দিনের রিমান্ড, আর বাকি পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পর পরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম শনিবার সকালে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।