মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

নির্বাচন বর্জন বিএনপির সঠিক সিদ্ধান্ত: তাপস

নির্বাচন বর্জন বিএনপির সঠিক সিদ্ধান্ত: তাপস

ডেস্ক রিপোর্ট :

বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পরাজিত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনার জনগণের সঙ্গে ডিজিটাল নাটক মঞ্চায়ন করেছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

তাপস বলেন, নির্বাচনের ফল পর্দার পেছনে বসে করেছে। নির্বাচন কমিশনার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, তা মেনে নিতে না পারার কারণে আমি সিইসির পদত্যাগসহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রশাসন, কেন্দ্র কেন্দ্র রিটার্নিং অফিসারসহ প্রিসাইডিং অফিসাররা আমার এজেন্ডদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করেছেন। তারা আমার নির্বাচনি কার্যক্রম ক্ষতিগ্রস্ত করেছে। আমি এ সংক্রান্ত অভিযোগ করে শুরু থেকে নির্বাচন দিন পর্যন্ত কোনো প্রতীকার পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana