মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা এলাকার অন্তত শতাধিক কৃষক পরিবার ও স্থানীয় জনসাধারণ তাদের কৃষিজমি ও ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছেন।
সরকারিভাবে তাদের এলাকায় নতুন একটি খাল খনন করার কাজ প্রক্রিয়াধীন। এ খালটি খনন করা হলে তাদের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়বে। কৃষকরা খালের পরিবর্তে নতুন সড়কের দাবি করেন। যাতে তাদের সন্তানরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারে। এছাড়া কান্দামাত্রা এলাকার পুরাতন খালটি সংস্কারের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- কৃষক জাহেদ আলী, আইয়ুব খান, আসলাম মিয়া, কুলসুম বেগম, ছাহেরা খাতুন, সুরবালাসহ অন্তত শতাধিক কৃষক।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। প্রশাসন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মাঠপর্যায়ে বাস্তবায়ন করে থাকে। স্থানীয়রা এগিয়ে আসলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।