মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
মোঃ মাইন উদ্দিন :
শিরোনামটি হাস্যকর হলেও কথা কিন্তু সত্য। শুক্রবার ২৪ মার্চ প্রথম রোজার দিন সন্ধ্যায় ইফতার সেরে চা খেতে গিয়ে শুনলাম চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে। অর্থাৎ দুধ চা পুরো কাপ দশ টাকা, আধা কাপ পাঁচ টাকা। লিকার চা পুরো কাপ পাঁচ টাকা, আধা কাপ আড়াই টাকা। আর আঁট-আনা ভাঙতি না থাকলে দুই টাকা। বলছি- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মোড়ের বাজারে আলমের বাপের চায়ের দোকানের কথা। এ ব্যপারে দোকান মালিক আলমের বাপ বলেন, লিকার চায়ের ক্ষেত্রে আঁট-আনা ভাঙতি না থাকলে দুই টাকাতেও দেওয়া হয়। তবে এ ছাড় শুধু রমজান মাস পর্যন্ত চলবে। এ সময় দোকানে বসা স্থানীয় কয়েকজন বলেন পণ্যসামগ্রীর বাজারে আগুন, এমন ছাড় যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর ক্ষেত্রে দেওয়া হতো তাহলে আমাদের জীবনটা বাঁচত। অর্থাৎ স্থানীয়দের ভাষ্য মতে বোঝা যাচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এখনই লাগাম টানা দরকার।
লেখক, সংবাদকর্মী।