সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

ভৈরবে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে সাড়ে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: আলামিন (২৮) ও মো: আফাজ উদ্দিন (৩৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সোয়া দুইটার দিকে জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তর পাড়া এলাকার রশিদ মিয়ার পুত্র শামীম মিয়া (৩৯) এর চায়ের দোকানের সামনে থেকে এবং রাত ৭টার দিকে জগন্নাথপুর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র জমশেদ মিয়ার উঠানে গোয়েন্দা শাখার এসআই (নি:) মো: জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো: আলামিন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত-বারেক মিয়ার পুত্র অন্য দিকে মো: আফাজ উদ্দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত মন্তু মিয়ার পুত্র।
জেলা গোয়েন্দা শাখার এসআই(নি:) মোঃ জুয়েল মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলার ভৈরব উপজেলার কালিকাপুর এলাকা থেকে পৃথকভাবে ৩০০ ও ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ভৈরব থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana