রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে ১১০পিস ইয়াবা সহ আটক-৩

কিশোরগঞ্জে ১১০পিস ইয়াবা সহ আটক-৩

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলাসদরের মুকসেদপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা সদরের মুকসেদপুর সিএনজি স্টেশন সংলগ্ন প্রয়োজন ফাতেমা ট্রেডার্স দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, জেলা সদরের মুকসেদপুর মুন্সীপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আবুল কাশেম সারোয়ার (৫৫), একই গ্রামের আবুল হাশেম সারোয়ারের ছেলে ঈশারুল্লাহ (২১) ও চরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আজিজুল (২৪)।
জেলা গোয়েন্দা শাখার এসআই(নি:) মোঃ জুয়েল মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর থানাধীন মুকসেদপুর সিএনজি স্টেশন সংলগ্ন প্রয়োজন ফাতেমা ট্রেডার্স দোকানের সামনে অভিযান পরিচালনা করে  ধৃত আসামীদের নিকট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana