রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ইমরান হোসেন, প্রধান বার্তা সম্পাদক:
সারাদেশের ন্যায় ১৬ই ডিসেম্বর-মহান বিজয় দিবসকে সামনে রেখে কিশোরগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে প্রতিটি মোড়ে মোড়ে চেকপোষ্ট। যে কোন জঙ্গী নাশকতা প্রতিরোধকল্পে পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। মহান বিজয় দিবসকে ঘিরে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য এই উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: শেখ রাসেল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পুলিশ সুপার কার্যালয়ে, কিশোরগঞ্জ জজ কোর্ট, জেলা জজের বাস ভবন, পুলিশ সুপারের বাস ভবন এবং প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারও প্রতি কোন প্রকার সন্দেহভাজন হলে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করছেন। শুধু তাই নয়, মাদক, জঙ্গীবাদ, কিশোরগ্যাং, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রবনতার বিষয়ে প্রতিটি উপজেলায় বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। বর্তমানে জেলার কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদীসহ আরো কয়েকটি উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন সিনিয়র অফিসার দ্বারা বিটপুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামের মো: শওকত নামের এক ব্যক্তি বলেন, গ্রামে আগে অনেক মাদক সেবনকারী ও মাদক বিক্রেতার প্রবণতা ছিল। বিট পুলিশিংয়ের মাধ্যমে অনেকটা কমে আসছে। বাল্য বিবাহের সংখ্যাও অনেকটা কমে আসছে। পুলিশের এ উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: শেখ রাসেল বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে কেউ যাতে কোন নাশকতা সৃষ্টি করতে না পারে এবং মাদক নির্মূল, জঙ্গিবাদ, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক অপরাধ নির্মূলে আমরা সর্বদা বদ্ধপরিকর।