রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৫

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৫

একুশে ডেস্ক:

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্রেন বেঁকে ভায়াডাক্টের অংশ পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে। পরে চাপা পড়া গাড়ি থেকে ২ জনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, গাড়ির ভেতরে আরও ৪ জন চাপা পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি চাপা পড়ে থাকা ৪ জন হয়তো মারা গেছেন।’

বিআরটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘ক্রেন বিপর্যয়ের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে শুনেছি।’

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana