শনিবার, ১০ মে ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ইটনায় জাতীয় পতাকা উত্তোলনের সময় দুই ভাইয়ের মৃত্যু

ইটনায় জাতীয় পতাকা উত্তোলনের সময় দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। (সোমবার ১৫ আগষ্ট) সকালে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার ও তার ছোট ভাই বিজয় কর্মকার।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোট ভাই বিজয় কর্মকার। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও তড়িতাহত হয়ে পড়েন।
আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana