রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

পাকিস্তানকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ

একুশে ডেস্ক:
আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে একধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর ফলে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। দুই দলেরই সমান ৯৩ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের মারপ্যাঁচে পাকিস্তান পিছিয়ে ফেলেছে তামিমরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ৯৩ রেটিং পয়েন্টে চলে আসে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্ট কিছুটা কমে যায় তাদের। এতে তারা নেমে যায় র‍্যাঙ্কিয়ের সাত নম্বরে আর ছয়ে নম্বরে উঠে আসে বাংলাদেশ।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলে আবার ষষ্ঠ স্থানে উঠে আসবে বাবর আজমরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana