মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সোয়া ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ ও ইন্সপেক্টর তদন্ত মোখলেছুর রহমানের নেতৃত্বে এসআই তোফায়েল, এএস আই গোলাম মোস্তুফা, সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে
লতিফাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন-বকুল মিয়া ওরফে ফকরুল,হৃদয় ওরফে রহমত হৃদয়,সোহেল ওরফে টুইন্না সোহেল।এদের মধ্যে বকুল মিয়া ময়মনসিংহ জেলার কৃষ্টপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে,হৃদয় ওরফে রহমত হৃদয় নেত্রকোনা জেলার পূর্বধলার জোটিয়ারবর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে,সোহেল ওরফে টুইন্না সোহেল ময়মনসিংহ জেলার কৃষ্টপুরের মৃত আবুল কালামের ছেলে।
এসময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র চাপাতি,লোহার রড উদ্ধার করা হয়। ৩ ডাকাতকে আটক করার সময় অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ জানান, সোমবার দিবাগত রাত ২ টার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে ধরতে সক্ষম হয়েছি।এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।বাকি ডাকাতদের ধরতেও অভিযান অব্যাহত আছে।