মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগড়ঞ্জের মিঠামইন উপজেলার ঘাঘড়ায় আলহাজ্ব নাছির উদ্দিন ঠাকুর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঠাগারটির আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাঠাগারের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন। বিশেষ আলোচক ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সাদী। বিশেষ অতিথি ছিলেন ঘাঘড়া আঃ গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। পাঠাগারের সভাপতি মোঃ বোরহান উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মোঃ খোকন মিয়া, মোঃ রুবেল মিয়া, কাকলী রানী সরকার, শিক্ষক আঃ জব্বার, নাফেউল উলুম কওমী মাদরাসার মুহতামীম মাও.সৈয়দ কামরুল হুদা, স্বাস্থ্য সহকারী নূরে আলম সিদ্দিকী, মোঃ মোশাররফ হোসেন, শামীম মিয়া, আশরাফুল হক প্রমুখ। পরে প্রধান অতিথিসহ আতিথিবৃন্দ পাঠাগারটি পরিদর্শন করেন। এ সময় পাঠাগারের সভাপতি সম্পাদকসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।