বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন
আগুন আমিন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুরুজ্জামান মিয়া বাবু মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বগ্রহণ করেন। এ উপলক্ষে আজ রবিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করেন। আ’ লীগ নেতা এনামুল হাসান রাজিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এগারসিন্দুর ইউনিয়ন আ’ লীগের সভাপতি মো. জামশেদ আলী, সাবেক ইউনিয়ন আ’ লীগের সভাপতি ওয়াদুদ মাস্টার, প্রফেসর হাদিউল ইসলাম, আ’ লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, সিদ্দিক হোসেন মাস্টার, মঠখোলা টান বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন মেম্বার (সাবেক), এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন প্রমুখ। নবনির্বাচিত ওয়ার্ড মেম্বারগণ ও সংরক্ষিত মহিলা সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া বাবু ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবা করতে চাই। দলমত নির্বিশেষে যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। এসময় মাদক ও জোয়ার বিরুদ্ধে হুশিয়ার করে নুরুজ্জামান বাবু বলেন, আজ থেকে আপনারা সাবধান হয়ে জান, নইলে এসব অপরাধের বিরুদ্ধে আমি কঠোর ভূমিকা নিতে বাধ্য হব। এছাড়াও তিনি ইউনিয়নে শান্তি সৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এগারসিন্দুর ইউপি নির্বাচনে আ’ লীগের (নৌকা) প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নুরুজ্জামান মিয়া বাবু। পরে গত ১০ মার্চ নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।