শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক :
অভিনব কায়দায় মুরগিবাহি পিকআপে করে মাদকপাচারকালে আজ বৃহস্পতিবার সকালে ভৈরবে দূর্জয়মোড়ে অভিযান চালিয়ে মুরগিবাহী পিকআপ থেকে ৩০ কেজি গাজাঁ ও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল । এ সময় পিকআপ চালক মোঃ জাহিদুল বেপারী কে আটক করেছে । আটককৃত জাহিদুল বেপারী এ ঘটনায় র্যাব বাদী হয়ে জাহিদুল বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে । র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক আক্কাছ আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব দূর্জয় মোড়ে অভিযান চালিয়ে একটি মুরগিবাহী পিকআপ থেকে ৩০ কেজি গাজাঁসহ মোঃ জাহিদুল বেপারীকে আটক করা হয় । আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । তিনি আরো জানান জিজ্ঞাসাবাদে জাহিদুল বেপারী স্বীকার করেছে যে সে ভারতীয় সিমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে ।