শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

কিভাবে দ্রুত যুদ্ধ শেষ হবে জানাল পোল্যান্ড

কিভাবে দ্রুত যুদ্ধ শেষ হবে জানাল পোল্যান্ড

একুশে ডেস্ক:

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা দেওয়ার পর পার হয়ে দুই সপ্তাহের বেশি সময়। যুদ্ধ সহসা থামবে, নাকি দীর্ঘায়িত হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার একটা উপায় বাৎলে দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের দাবি ইউক্রেনের দাবি অনুযায়ী দেশটির আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করলেই দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিয়েভের বেসরকারি টেলিভিশন টিভিএন টুয়েন্টিফোরকে তিনি বলেন, একদিন বিলম্বের মূল্য হাজার হাজার মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে।  আকাশসীমা বন্ধ করলেই এই যুদ্ধের মেয়াদ কমানো সম্ভব।

এর আগে, ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য পোল্যান্ড তার সব মিগ-২৯ জার্মানির একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল। তবে মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana