শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
‘টেকসই সমতার জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বিদসটি উপলক্ষে নাচে-গানে নারী দিবস উদযাপনের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। এ উপলক্ষে মহিলাবিষয়ক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে মিলিত হয়। পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালি, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, নারী নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, পাকুন্দিয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সকল ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।