মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
‘টেকসই সমতার জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (০৮মার্চ) দিবসটি উপলক্ষ্যে পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স ডিলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মায়া ভৌমিক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নারী কনস্টেবল সাদিয়া আক্তার।