শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আগুন আমিন, পাকুন্দিয়া:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ই মার্চ সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূর-এ আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আবুল্লাহ আল- মামুন, মৎস্যকর্মকর্তা মো. কাউসার মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক মিয়া প্রমুখ। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana