বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শ্রবণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক, ডাঃ আবদুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: ইসরাইল, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বাদশা, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, প্রমুখ।