রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে আজ রবিবার সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী অংশ নিয়েছেন।
তারা হলেন, সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে সভাপতি পদে শাহ আজিজুল হক, সহ-সভাপতি মুফতি মো: জাকির খান ও শরফুদ্দিন ভূয়া সবুজ। সাধারণ সম্পাদক পদে শেখ শহিদুল ইসলাম হুমায়ুন, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল হক দৌলত, মো: হাবিবুল হক ভূইয়া রিপন, লাইব্রেরী সম্পাদক পদে মো: আলমগীর কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মো: শামসুল আলম, অডিটর পদে আবু সাদাত মো: সায়েম, সদস্য পদে মিজানুর রহমান ভূইয়া রাজন, সাজ্জাতুল হক ভূঞা, সুদীপ্ত সাহা দীপ ও সুলতান উদ্দিন ভূঞা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি পদে মো. মনসুরুল আলম, সহ-সভাপতি পদে আব্দুল বারী ও তাজুল ইসলাম আকন্দ। সাধারণ সম্পাদক পদে আমিনুল রতন, সহ-সাধারণ সম্পাদক বিলাস বিশ্বাস, লাইব্রেরী সাজ্জদুল হক, অডিটর পদে খন্দকার সাজবান সুলতানা, সদস্য পদে আবু তাহের হারুন ও মো: আসাদুজ্জামান ভ’ঞা উৎপল।
এছাড়াও সভাপতি পদে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মিয়া মোহাম্মদ ফেরদৌস।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট মাহবুবুর রহমান।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট উমর ফারুক ও অ্যাডভোকেট কামরুল ইসলাম বাবু। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৫৭২ জন।