মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার এগারসিন্দুর থানারঘাট ব্রহ্মপুত্র নদের তীরে এই হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগারসিন্দুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এ খেলা শত শত দর্শক উপভোগ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। প্রতিযোগিতায় ৪টি হাল জোড় অংশগ্রহণ করে। পরে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছোট খাসি ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলের মাঝে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে ছাতা দেয়া হয়। প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।