শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকুন্দিয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগুন আমিন, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও ১০০ পিস ইয়াবাসহ শ্রী বিপুল চন্দ্র(৪০) রাজন মিয়া (রাজু) (২৫) আলামিন (৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মঠখোলা বাজারে ও মিজার্পুর বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের মধ্যে বিদেশী মদ ব্যবসায়ী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পুরাটি গ্রামের মৃত বিনত চন্দ্র মোদকের ছেলে শ্রী বিপুল চন্দ্র এবং অপর দুই মাদক ব্যবসায়ী চরফরাদী গ্রামের চাঁন মিয়ার ছেলে আলামিন ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে রাজন মিয়া (রাজু)। জানা যায়, বিদেশী মদ ব্যবসায়ী শ্রী বিপুল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীর আহম্মদপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র মোদকের জামাতা। সে সিএনজি যোগে নান্দাইল থেকে মদ নিয়ে মনোহরদী যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মঠখোলা সিএনজি স্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন বিশেষ অভিযান ডিউটি করা কালীন এসআই মজিবুর মোল্লা, এএসআই সুজাদুজ্জামান এবং এসআই আরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আজ শনিবার বিকেলে আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana