এম.এ হালিম, বার্তা সম্পাদক:
দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে । ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার সকালে আবদুল আজিজ পৌর মাতৃ সদন থেকে একটি বিেিক্ষাভ মিছিল বের হয়ে শহরের ভৈরববাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় । পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ সময়ঢ প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক
আরিফুল ইসলাম ,পৌর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র হাজি মোঃ শাহিন, সদস্য সচিব মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আল মামুন বক্তব্য রাখেন । এ সময় তারা বলেন, সরকারের অদক্ষ্য বাণিজ্য মন্ত্রীর কারনে দেশে দ্রব্য মূল্যের দাম লাগামহীন হয়ে পড়ছে । সাধারন মানুষের ক্রয় সিমার বাইরে চলে গেছে দ্রব্য মূল্যের দাম । সরকারের নিয়ন্ত্রণের বাইরে দ্রব্যমূল্যের দাম চলে যাওয়ায় সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়ছে । তাই ভোটারবিহীন সরকারের পদ ত্যাগ করা উচিত । এ সময় তারা আরো বলেন, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে না পারলে কঠোর কর্মসূচী দিয়ে সরকারকে বাধ্য করা হবে ।