শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
২য় মার্চ ’৭১ মার্চের উত্তাল মার্চের উষালগ্নে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এই ছাত্র সমাবেশটি শুধু ছাত্র নয়, সমগ্র স্বাধীনতাকামী লাখ লাখ জনতার জনসমুদ্রে পরিণত হয়েছিল। ঐ দিনে ইয়াইয়াখানের পতন চেয়ে জ্বালাময়ী বক্ততা করেছিলেন-ডাকসুর ভি.পি আ.স.ম আ: রব, ডাকসুর জি.এস. আব্দুল কুদ্দুস মাখন ও ছাত্রলগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজাহান সিরাজ প্রমুখ নেতৃবৃন্দ। অন্য দিকে ঐ দিনই বঙ্গবন্ধু বিবৃতি দিয়েছিলেন নিরস্ত্র জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষনের বিরুদ্ধে-“বাংলাদেশে আগুন জ্বালাবেন না, যদি জ্বালান আপনার সেই আগুনের দাবানল থেকে আপনারাও রেহাই পাবেন না।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক, একুশে টাইমস্