শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের ৩য় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়ার ঐতিহ্যবাহী শিব বাড়ীতে শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠান মালা চলছে। ৪শ’ বছরেরও বেশী কাল ধরে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে পূজার্চনা, মানত পুরণ, শিশুদের মস্তক মুন্ডন, শীব দর্শন, পূন্যস্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। তিনদিন ব্যাপী গ্রামীন ঐত্যিহ্যের মেলা বসছে এখানে। বুধবারবার দিবাগত রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূঁজানুষ্ঠানের মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণের বর্ণনা মতে, দক্ষরাজা যজ্ঞ করার সময় কন্য সতীকে নিমন্ত্রন না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেণ। এতে ক্ষিপ্ত হয়ে শিব স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ খন্ড খন্ড করেণ। খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে সেসব স্থান তীর্থ স্থানে পরিনত হয়। সুগদ্ধা তীরবর্তী পোনাবালীয়ার শিব বাড়ীতে সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে এ স্থানটিও তীর্থ স্থানে পরিনত হয়েছে। অন্যদিকে স্থানীয় ভাবে এ মেলার উৎপত্তি সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হচ্ছে, বহু বছর আগে স্থানীয় কোন এক গোয়ালার গাভী হারিয়ে যায়। সে তা খুঁজতে গিয়ে গভীর বনের মধ্যে একটি ঢিবির উপর আবস্থানরত গভীটির বাট থেকে অবিরল ধারায় দুধ পড়ছে দেখতে পায়। কৌতুহল বসতঃ ঢিবিটি খুড়ে একটি শিব লীঙ্গের সন্ধান মেলে। সেই থেকে স্থানটি তীর্থ স্থানে পরিণত হয়। এবং ধীরে ধীরে মেলা বসতে শুরু করে।