বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রতিবন্ধী মানুষ

প্রতিবন্ধী মানুষ

রচনায়, আ‌শিকুল ইসলাম শেখ:

আমি আনিসুর রহমান, সবাইকে করি এই আহ্বান! শেষ পর্যন্ত শুনে যাবেন, আমার আর্তনাদের গান! আমি রক্তে মাংসে গড়া একটা প্রতিবন্ধী মানুষ! যে মানুষটা জন্মলগ্ন থেকে শুরু করে অবহেলিত, বঞ্চিত, আর নানাবিধ সমস্যায় জর্জরিত! প্রতি পদে, পদে অসম যন্ত্রণার আত্মচিৎকারে, প্রতিধ্বনিত হয় আমার হৃদয়! ক্ষত‌বিক্ষত হয়, আশা নিরাশার ভেরাজা‌লে প্রতিটা স্বপ্ন! একটি পরিবারের দুই, দুইটি মানুষ প্রতিবন্ধী! ভাব‌তেই হাউ মাউ করে কেঁদে উঠে অন্তর! এত নিষ্ঠুর কেন প্রভু, সাজা‌লে বাসর! শত বাধা-বিপত্তি ও নানা প্রতিকূলতার মধ্যেও মাস্টার্স ক‌রে‌ছি পাশ! কিন্তু, আজ বেকার! কত-শত বাধার সম্মুখীন হয়েছি তবুও পড়ালেখা ছাড়িনি! আজ আমি বেকার! এত কষ্ট করে যখন এ পর্যন্ত এসেছি! যেখানে বিনা পরীক্ষায় চাকরি পাওয়ার কথা! সেখানে শত মাইল পাড়ি দিয়ে, ঢাকায় দিতে হয় পরীক্ষা তাও আবার লিফট বিহীন পাঁচতলা ভবনে! আর কত বিবেকের ক্ষয় হলে, এমন নির্মম নিয়মে জর্জরিত হতে হবে! আর কত বিবেকের ক্ষয় হলে, এসব নিয়ম অ‌র্জিত হ‌তে হ‌বে? মানুষ মানুষের জন্য! জীবন জীবনের জন্য! মানুষ কি একটু সহানুভূতি পেতে পারে না! কত আশা নি‌য়ে নেতা-নেত্রীর ধা‌রে,ধরে ঘুরেছি! তাদের আশ্বাস নি‌য়ে প্রবল বিশ্বাসের সা‌থে স্বস্তির নিঃশ্বাস ছে‌ড়ে‌ছি! আশার প্রদীপ নিভে যে‌তে দেয়নি কখনো! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কা‌ছে আজ আমি পরাজিত, ব‌ঞ্চিত। আমার আর্তনাদ! আমার চিৎকার! তাদের কর্ণকুহরে স্পর্শ করে না! তাদের মনে সৃষ্টি করে না, দয়া-মায়া-ভালবাসা। একটি নিঃস্ব পরিবারের প্রতি, তাদের হয়না কোনো সহানুভূতি! আমি আজ নিঃস্ব! নিরবিচ্ছিন্ন! নিরব পাথরের খন্ড! চোখ থাকা স‌ত্যেও আ‌মি অন্ধ! মুখ থাকা সত্ত্বেও আমার জবান বন্ধ! পরিবর্তনের ছোঁয়া কি আমার জীবনে আসবে না! আমা‌কে ভা‌লো কি কেউ ভা‌লো বাস‌বে না! না,না, আমি পারছি না আর! সমগ্র স্বপ্ন ভেঙে চুরমার! সবার উপ‌রে মানুষ সত‌্য তাহার উপ‌রে নাই! ত‌বে কেন আ‌মি অব‌হে‌লিত জান‌তে চাই! জান‌তে চাই! আমি আনিসুর রহমান, আবা‌রো করছি এই মিন‌তি! শেয়ার ক‌রে ছ‌ড়ি‌য়ে দি‌য়ে, নি‌তে পা‌রেন বির‌তি!

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana