সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
একুশে ডেস্ক:
বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামসহ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় শহিদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া তারা শহিদ স্মৃতি সংগ্রহশালাও পরিদর্শন করেন।
পরে প্রতিনিধি দলটি শহিদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
সেখানে প্রতিনিধি দলের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম শামসুল আরেফিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ উপহার দেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।