শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
এম.এ. হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবের শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি ওমানবাহিনীর প্রধান আলোচিত কামাল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ওমানকে গ্রেফতার করেছে র্যাব – ১৪ ভৈরব। এ নিয়ে এ পর্যন্ত মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার ভোরে ব্যাক্ষণবাড়িয়ার আখাউড়া থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানায় র্যাব। ওমান গ্রেফতারের খবরে এলাকায় জনমনে স্বস্তি নেমে এসেছে। র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান শহরের ঘোড়াকান্দা গ্রামের কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাদককারবারি ওমানের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ওমান তার বাহিনী নিয়ে গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে জাকির মিয়া ও কামাল মিয়ার উপর হামলা চালায়। হামলায় কামাল মিয়া ও জাকির মিয়া গুরুতর আহত হয়। পরে কামাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। জাকির মিয়া চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই দিন রাতেই ভৈরব থানায় ২৩ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।