সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

একুশে ডেস্ক:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।রবিবার সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে র‌্যালিসহ শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। এতে সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, হাসিনা হায়দার চামেলী, তাহমিনা ইসলাম,লুৎফুন্নেছা চিনু প্রমুখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana