বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
একুশে ডেস্ক:
একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো বলে মন্তব্য তার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে দেওয়া হয়েছে প্রথম ডোজ। বাকিদের দ্বিতীয় ডোজ। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গত পাঁচ বছরে ১৫ হাজার চিকিৎসক ও ২০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এনথিওলজিস্ট ও ল্যাব টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।