মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়ার বৈঠক রাজি হয়েছেন ইউক্রেন

ইউক্রেন-রাশিয়ার বৈঠক রাজি হয়েছেন ইউক্রেন

একুশে ডেস্ক:

অবশেষে কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি রয়েছে ইউক্রেন। বেলারুশ-ইউক্রেন সীমান্তে স্থানীয় সময় সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।

জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবে। প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে তিনি জানান।

তবে সম্ভাব্য এ বৈঠক নিয়ে রাশিয়া বা বেলারুশ কোনো বিবৃতি দেয়নি।

এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana