বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

ভৈরবে শিশু হত্যার ঘটনায় মামলা :৫ দিনের রিমান্ডের আবেদন

ভৈরবে শিশু হত্যার ঘটনায় মামলা :৫ দিনের রিমান্ডের আবেদন

কিশোরঞ্জের ভৈরবে  ৪ বছরের শিশু নদী কে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার ভৈরব থানায় সোহেলকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছে। এদিকে সোহেলেকে জিজ্ঞাসাবাদের  জন্য ৫ দিনের রিমান্ড  চেয়ে আদালতে আবেদন করেছে পুলি্শ।  উল্ল্যেখ্য গত মঙ্গলবার নদীর মা রুমিকে কু- প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে  সোহেল রাত আনুমানিক ৮ টার দিকে নদীকে মুড়ি খাওয়ানোর কথা বলে তুলে নিয়ে যায়। পরে অনেক খোজাখোজিঁর পর নদীকে না পেয়ে রাতেই থানায় অভিযোগ দিলে পুলিশ রাত ১ টার দিকে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে কচুরিপানার ঝোপঁ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের বাবা জাকির হোসেন জানান, তার স্ত্রীকে সোহেল কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শিশুকে মুড়ি খাওয়ানোর কথা বলে তুলে নিয়ে হত্যা করেছে। তিনি সোহেলের ফাসিঁর দাবী করেন।  এ ঘটনায় ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান এঘটনায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। সোহেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল মিয়া জানান জিজ্ঞাসাবাদে সোহেল  হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। সোহেলকে জিঞ্ছাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana