সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
মহাবীর ঈসা খানের স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্ধুর দুর্গের খনন কাজ শুরু করেছে প্রত্মতত্ব অধিদপ্তর। বুধবার থেকে শুরু হলো প্রত্মতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের শাহ গরীবুল্লাহ রহ. এর মাজার ঢিবিতে প্রত্মতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম। পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু আনুষ্ঠানিকভাবে ২০২১-২২ অর্থ বছরের প্রত্মতাত্ত্বিক খনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর, এগারসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, প্রতত্মত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস, অধিদপ্তরের ভান্ডার রক্ষক মোঃ মিজানুর রহমান, আলোকচিত্র মুদ্রাকর মোঃ মোজাহার হোসেন, লালবাগ কেল্লার সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সার্ভেয়ার মোঃ লোকমান হোসেন, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদীসহ পত্মতত্ত্ব অধিদপ্তরের কমকর্তাগণ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
প্রতত্মত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস বলেন, শাহ গরীবুল্লাহর মাজার ঢিবি খননে প্রথম দিনেই পাওয়া গেলো কারুকার্য নকশাকৃত ইটের ভগ্নাংশ। ইতিপূর্বে এই প্রত্ম ঢিবি খননে অলংকৃত ইটের উপস্থিতি এবং বিভিন্ন প্রত্মবস্তু পাওয়া গিয়েছিলো। এবারের তৃতীয় ধাপের চলতি অর্থ বছরে খননে খাদ নির্বাচনের কারণে আশাকরি এ বছর এ ধরণের আরও প্রত্মনির্দশন পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।