বুধবার, ১৮ Jun ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

হোসেনপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা

হোসেনপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কালাজ্বর নির্মূল কর্মসূচীর উপর একদিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচী (এনকেইপি)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, মো. আব্দুল কাইয়ুম, এনকেইপির এসএমও ডা: আলিমা আফরিন,ডা: শারমিন আক্তার, মোনালিসা মীম, পরিসংখ্যাবিদ মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana