শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

আ. লীগের আহবায়ক কমিটি থেকে ১০ সদস্যের পদত্যাগ

আ. লীগের আহবায়ক কমিটি থেকে ১০ সদস্যের পদত্যাগ

আগুন আমিন, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া আ. লীগের আহবায়ক কমিটি থেকে ১০জন সদস্য পদত্যাগ করেছেন। আজ (২১ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আহবায়ক এড. সোহরাব উদ্দিন’র কমিটি থেকে ১০জন সদস্য এক সাথে পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, এড. সোহরাব উদ্দিন সদল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নের নামে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কারণে, আ. লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচন করা ও আহবায়ক কমটিতে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বাদ দিয়ে ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উক্ত কমিটিতে বিএনপি, জামায়াত ও কুখ্যাত ডাকাত চিহ্নিত গরুচোরদের অন্তর্ভুক্ত করায় আমরা আহবায়ক কমিটি থেকে সজ্ঞানে পদত্যাগ করছি। পদত্যাগকারীরা হলেন, মো. উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু), এড. মো. হুমায়ুন কবির, মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, নারান্দির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, চরফরাদী ইউনিয়ন আ. লীগের সভাপতি, মো. শাহাব উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, নারান্দি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন। উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর সাবেক সাংসদ এড. সোহরাব উদ্দিন কে পাকুন্দিয়া উপজেলা আ. লীগের আহবায়ক করে ৬৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করে কিশোরগঞ্জ জেলা আ. লীগ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana