মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকা থেকে আরিফুল ইসলাম মিজান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আটক করে। আরিফুল ইসলাম মিজান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ফরকি গ্রামের আ: কুদ্দুসের পুত্র।
জানাযায়, আরিফুল ইসলাম কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে গাঁজা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তার উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১০ টার দিকে জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকা থেকে তাকে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বি.এন) জানান, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব আরো জানায় মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।