সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন

শপথ শেষে ওয়ারেন্টভূক্ত আসামী ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ গ্রেফতার

শপথ শেষে ওয়ারেন্টভূক্ত আসামী ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ গ্রেফতার

এম.এ হালিম বার্তা সম্পাদক:

শপথ শেষে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ভৈরবের সাদেকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার মিঠামইন উপজেলার সাত ইউপি চেয়ারম্যান এবং ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান।
শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হবার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ইন্সপেক্টর শফিকুল ইসলাম নেতৃত্বে সাদেকপুরের চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেকশন শফিকুল ইসলাম বলেন, সাফায়েত উল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলার ওয়ারেন্ট ছিলো। শপথ শেষ হলে ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সাফায়েত উল্লাহকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana