শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন

 আগুন আমিন, পাকুন্দিয়া:

‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি(বুধবার) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু)। পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৪টি ক্যাটাগরিতে ৪১টি স্টল অংশগ্রহণ করে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মহিশ, মোড়গ, কবুতর, পাখি প্রদর্শন করা হয়। উপজেলা একাডিমী সুপারভাইজার মো. শারফুল ইসলাম’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া খামারী মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ। বিকেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে প্রদর্শনী শেষ হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana