বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
মাঠ পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভৈরবে কৃষক গ্রুপ সমিত গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষিই সমৃদ্ধি এ-স্লোগানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের বৃদ্ধি নিবিড় করণ প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার দুপুরে সাদেকপুরে ৩০ জন কৃষকদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার আসফিয়া সুলতানা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ৩০ জন কৃষক নিয়ে একেকটি সমিতি গঠন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৩টি কওে সমিতি গঠন করা হবে। কৃষকরা নিজেরা তাদেও সামর্থ অনুযায়ী চাদাঁ সংগ্রহ করে গ্রুপের উন্নয়নে কাজ করবে। সমিতির জমানো অর্থ থেকে তারা নিজেদের মাঝে লোন দিতে পারবে এবং সমিতির নামে সকল ধরনের উন্নয়ন মূলক কাজ কওে তারা যাতে আর্থিক ও সামাজিকভাবে উন্নয়ন লাভ করতে পারে সেজন্য এ সমিতি গঠন করা হচ্ছে। পাশাপাশি সরকারি সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।