শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) বাংলাদেশে স্কাউট কিশোরগঞ্জ ভবনে কম্বল বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মস্তোফা। স্কাউটের সাবেক কমিশনার প্রফেসর অধ্যক্ষ অব. রবীন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ আউয়াল মুন্না, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, যুগ্ন সম্পাদক কোহিনুর আফজাল, জেলা রোভারের যুগ্ন সম্পাদক সালমা হক, জেলা কাব লিডার কোহিনুর বেগম, উডব্যাজার ডলি রানী বণিক, আফিয়া রিয়াজী প্রমুখ।
এ সময় বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, নিরাপদ সড়ক চাই জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ ফারুকুজ্জামানসহ ভোক্তভোগীরা উপস্থিত ছিলেন।