শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
আমিনুল হক সাদী:
কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের কলাপাড়া ক্রিকেট লীগ সীজন থ্রির উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে শোলাকিয়া কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা ও সামাজিক এবং আত্ম-মানবিক সেবার ব্রত নিয়ে গঠিত কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের এই খেলার উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ এর কিশোরগঞ্জ শাখার পরিবেশক একেএম মাহাবুবুর রহমান।
কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তারেক হাসানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, সদর উপেজলার ভাইস চেয়ারম্যান সাবেক এজিএস আঃ সাত্তার, শোলাকিয়া কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা আক্তার রিপা, শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সমাজ কর্মী মোস্তফা, মোসাদ্দেক, সুন্নাত আলী, হোসেন আলী ও সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন রোকন প্রমুখ।
খেলার উদ্বোধনী দিনে হাজী সাহাবুদ্দিন স্মৃতি সংসদ ও খায়রুল ইসলাম স্মৃতি সংসদ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ক্রিকেটপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।