শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রশাসনের অনুমতি না নিয়ে মেলায় চলছে অশ্লীল নৃত্য

প্রশাসনের অনুমতি না নিয়ে মেলায় চলছে অশ্লীল নৃত্য

দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ)প্রতিনিধি:

সারাদেশে মহামারী করোনার বৃদ্ধির মাঝে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ৭ দিন ব্যাপী কুড়িখাই মেলা সোমবার (৭ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী ১৩ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত। শাহ শামসুদ্দিন বুখারি রহ: মাজারের ওরশকে ঘিরে আয়োজন করা হয় সাড়ে চারশত রছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। প্রতিদিন মেলায় লক্ষাধীক লোকের গণজমায়েত হচ্ছে। মেলার অন্যতম আকর্ষণ হলো মাছের হাট। মাছ ছাড়াও সাত দিন জুড়ে বেচা-কেনা হয় কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের পন্য-সামগ্রী। মেলায় যাদু প্রদর্শনীর নামে চলছে অশ্লীল নৃত্য। এ নৃত্য দেখতে স্কুল, কলেজে পড়োয়া শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে । মেলায় যাদু প্রদর্শনীর তিনটি আসর রয়েছে। এর মধ্যে ঢাকা ডিজিটাল ভয়ংকর যাদু প্রদর্শনী, ইমরান বাদশা অলৌকিক যাদুচক্র গ্রুপ ও আব্দুল আজিজ যাদু প্রদর্শনী। স্থানীয় প্রভাবশালী লোকজনের সহযোগীতায় মেলায় যাদু প্রদর্শনীর নামে মেয়ে দিয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন করছে। সারাদেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিভিন্ন অনুষ্ঠান ও লোক জমায়েত হওয়া নিষিদ্ধ করলেও কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে করোনা মহামারীতেও শুরু হয়েছে সাড়ে চারশত রছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা । মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি, মেলায় পুলিশ প্রশাসন না থাকায় প্রতিদিন ঘটছে চুরি ছিনতায়ের ঘটনা, ফলে এলাকার সচেতন মহল মহামারী করোনা বৃদ্ধির আশংকা করে উদ্ধেগ প্রকাশ করেছেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব জানান, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে মেলায় গণজমায়েত হওয়ায় মহামারী করোনা বৃদ্ধি পেতে পারে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার জানান, মেলায় যাদু প্রদর্শনী নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। এই নৃত্য দেখতে স্কুল, কলেজে পড়োয়া শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে। তিনি অশ্লীল নৃত্য বন্ধ করার দাবী জানান ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন জানান, প্রশাসনের অনুমতি না থাকায় মেলায় পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল জানান, সারাদেশে মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ভাবে গণজমায়েত নিষেধাজ্ঞা থাকায় কুড়িখাঁই মেলার অনুমতি প্রদান করা হয়নি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মেলার আয়োজন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana