শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
ফরচুন বরিশাল এরই মধ্যে প্লে-অফে স্পট নিশ্চিত করে ফেলেছে। আগেরদিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের পরপরই বরিশালের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যায়। এখন ফরচুন বরিশালের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্লে-অফে যাওয়ার হাতছানি।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সিলেট সানরাইজার্সের সামনে লক্ষ্য নিজেদের টিকিয়ে রাখা। কাগজে-কলমে এখনও হিসাব-নিকাশ বাকি আছে। বাকি থাকা তিনটি ম্যাচই যদি জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফে খেলা হবে তাদের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সুচনা করেছে বরিশাল। মুনিম শাহরিয়ার ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। এখন ক্রিস গেইল ১৪ বলে ১৬ করে অপরাজিত আছেন। সাথে আছেন মাত্রই ক্রিজে নামা সাকিব আল হাসান।