মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
১ম পর্ব:
ব্রহ্মপুত্র নদের পূর্বতীরের এক সমৃদ্ধ জনপদের নাম ‘কিশোরগঞ্জ’। এই শহরটি আমার জন্মভূমি এবং প্রিয়, আবেগিয় স্থান। এই শহরের সুনির্মল বাতাস, আলোকরশ্মি, নদী, প্রকৃতি, বৃক্ষরাজি প্রভৃতি ঘিরেই আমার শৈশব থেকে যুবক বয়সে পদার্পন। কিশোরগঞ্জ শহরকে ঘিরেই আমার বেড়ে ওঠা, হাসি-কান্না, মায়া-মমতা বিকশিত ও পল্লবিত হয়েছে। কিন্তু আজকের কিশোরগঞ্জ শহরের অসহনীয় যানজট আর প্রিয় নরসুন্দা নদীর হতশ্রী অবস্থা আমাকে ব্যাথিত করে তুলে।
উল্লেখ্য যে, ইতিহাসবিদদের মতে বত্রিশ প্রামানিক জমিদার বাড়ীর কর্তা কৃষ্ণদাস প্রামানিকে ৬ষ্ঠ ছেলে নন্দ কিশোর প্রামানিকের উদ্যোগে নরসুন্দা নদীর তীরে হাট-বাজার বা গঞ্জ প্রতিষ্ঠিত হয়। তাই নন্দ কিশোরের ‘কিশোর’ নামের সঙ্গে ‘গঞ্জ’ যোগ হয়ে কিশোরগঞ্জ নামকরণ হয়েছে (চলবে)..
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম