বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল করোনার বুস্টার ডোজ গ্রহণ করার পরও স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত জানুয়ারী মাসে বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন। রোববার সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের রেপিট এন্টিজেন টেস্ট করা হলে তিনি করোনা পজেটিভ হন। এর আগে গত সপ্তাহে তাঁর সহধর্মিনী অনামিকা দেব ও একমাত্র মেয়ে সপ্তর্ষি পালেরও করোনা শনাক্ত হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব জানান, রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের রেপিট এন্টিজেন টেস্ট করা হলে তিনি করোনা পজেটিভ হন। তিনি গত জানুয়ারী মাসে বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন। গত ৩১ জানুয়ারী ইউএনও স্ত্রী অনামিকা দেব করোনার নমুনা দিলে তিনিও পজেটিভ হন। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, রোববার আমি রেপিট এন্টিজেন টেস্ট করলে করোনা পজেটিভ হই। গত সপ্তাহে আমার স্ত্রী অনামিকা দেব ও মেয়ে সপ্তর্ষি পাল করোনা আক্রান্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে আমরা স্বপরিবারে উপজেলা কমপ্লেক্সের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।