মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার শনিবার ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. কামরুন্নেছা আজাদ ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। সরকারি গণগ্রন্থারের উদ্যোগে বিভিন্ন সময়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।