সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরের কবি জামাল উদ্দিন আহমেদ । সম্প্রতি তিনি করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিনও নিয়েছেন।
বুধবার হোসেনপুর উপজেলা হাসপাতালে নমুনা পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে জানানো হয় তিনি করোনো পজিটিভ। বিষয়টি নিশ্চিত করেন আবাসিক মেডিকল অফিসার ডা: আব্দুল্ল্যাহ আল শামীম।
তিনি হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অফিস সহকারী পদে চাকুরী করেন। সে পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার নামা লংগাইর গ্রামের মো.হুরমত আলীর পুত্র
কবি জামাল উদ্দিন আহমেদ বলেন, আমার শরীর এখন খুব দুর্বল। আর হালকা কাশি রয়েছে। এখন আমি কোনো ঘ্রাণ পাচ্ছি না। এখন বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। আমি সকালের নিকট দোয়া চাই।