শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের পরিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এ হামলায় চারজন নিহত হয়েছেন।
আর জেলে করা তাদের সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫০ জন মানুষ নিহত হয়েছেন।
ওয়ার মনিটর জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ করে চালানো হামলায় অন্তত চারজন ব্যক্তি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রটির কর্মচারী ও কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা।
এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে আশেপাশের কয়েকটি শহর ও গ্রামের মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।
এদিকে বুধবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তাদের যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। ফলে তাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় দেশটি।