একুশে ডেস্ক:
বিপিএলের প্রতিটি আসরেই খেলছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। কিন্তু, এবার মাঠে এসে গ্যালারিতে হই-হুল্লোড় আর দর্শক না পেয়ে খুবই হতাশ তিনি। করোনার থাবায় মাঠে দর্শক আসছে না।
ফাঁকা গ্যালারি নিয়ে নিজের হতাশা প্রকাশ করে গেইল ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘গ্যালারিতে কোনো দর্শক না দেখে আমি সত্যিই হতাশ হয়েছি। এটা সত্যিই হতাশার। এই আয়োজন দারুণ। শান্ত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করায় মনে হচ্ছে ইনডোর গেমসে আছি। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি খুশি। ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। ফরচুন বরিশালের অংশ হয়ে ভালো লাগছে।’
বিপিএলের এবারের আসরে বরিশালের ৬ ম্যাচের ৫টিতেই খেলেছেন গেইল। তবে, এখনো তার ব্যাট হাসে নি। ৫ ম্যাচে মাত্র ২৩.৪০ গড়ে করেছেন ১১৭ রান। গেইলের কাছ থেকে বরিশাল আরও ভালো কিছুই আশা করে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় গেইলের অফ ফর্ম অবশ্য খুব একটা চোখে পড়েনি। তবে ঠিক সময়ে জ্বলে উঠার বিষয়ে আশাবাদী তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘টপ অর্ডারে ব্যাটিং করছি। উইকেটে শিশিরের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। অনেক দিন হলো এই ফরম্যাটে আমার সেঞ্চুরি নেই। আশা করছি, সঠিক সময়ে সেরা পারফরম্যান্স বেরিয়ে আসবে। এখন গ্রুপ পর্যায়ে ছোট ছোট পারফরম্যান্স ম্যাচ জেতাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরবর্তীতে সুযোগ পেলে সেরা চারের লড়াইয়ে গিয়ে বড় কিছু করতে হবে।