বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলীঘাট এলাকা থেকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার বেড়ইন গ্রামের শাহাজান মিয়ার পুত্র মো: জাহাঙ্গীর (৩০) ও একই গ্রামের মৃত ইছা মিয়ার পুত্র আনচর আলী (৪২) নামের ২ মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করে।
জানাযায়, তারা কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে গাঁজা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাদের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে জেলার বাজিতপুর উপজেলার পাটুলীঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বি.এন) জানান, তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।